31 C
Kolkata
October 31, 2025
জেলা

বেহাল দশা রাস্তার, সংস্কারের দাবি এলাকাবাসীর

জলপাইগুড়ি, ৪ আগস্ট: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চূড়া ভান্ডার গ্রাম পঞ্চায়েতের চূড়া ভান্ডার বাসস্ট্যান্ড থেকে জটিলেশ্বর মন্দির, এমনকি গ্রাম পঞ্চায়েত কার্যালয় যাবার প্রায় চার কিমি রাস্তার বেহাল দশা। এমনকি জটিলেশ্বর থেকে জল্পেশ মন্দির পর্যন্ত একই দশা রাস্তার। আজও পড়েনি কোন বালি পাথর। খানাখন্দ ও বড় বড় গর্তে নিত্য পথ চলতি মানুষের যাতায়াতের সমস্যা দীর্ঘকালের। একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানালেও হয়নি কোন সংস্কারের কাজ। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের একাধিক রাস্তা সিসি হওয়ার পরেও তৃণমূলের ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত হাল ফেরেনি এই সমস্ত রাস্তার। এই রাস্তায় চলাচলকারী ছাত্র-ছাত্রীসহ কৃষক এমনকি এলাকার বাসিন্দারাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বর্ষার সময় এইসব রাস্তার পরিস্থিতি এতটা খারাপ হয়ে যায় যে মানুষসহ যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তায় খানাখন্দ ভর্তি। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

Related posts

Leave a Comment