April 7, 2025
রাজ্য

বেহালা চৌরাস্তায় পথ দুর্ঘটনায় মৃত্যু খুদে স্কুল পড়ুয়ার, ঝরলো পুলিশের রক্ত

বেহালা, ৪ আগস্ট: শুক্রবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর। এই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরী হয়েছে দক্ষিণ কলকাতার বেহালায়। বেপরোয়া এক লরির ধাক্কায় মৃত্যু হয়েছে বরিশা উচ্চ বালিকা বিদ্যামন্দিরের দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর। রাস্তায় মৃতদেহ আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখায় স্থানীয়রা। সরকারি বাসে ভাঙচুরের পাশাপাশি, পুলিশের গাড়িতেও ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয়।পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বেহালা চৌরাস্তার মোড়ে মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটেছে। এদিন বাবার সঙ্গে সাইকেলে স্কুলে যাচ্ছিল দ্বিতীয় শ্রেণির ওই খুদে পড়ুয়া। তখনই বেপরোয়া একটি লরি এসে ওই সাইকেলে ধাক্কা মারে। ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুল পডুয়ার। সাইকেল থেকে ছিটকে পড়েন শিশুটির বাবাও। স্থানীয়রাই আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। কলকাতা পুলিশের তৎপরতায় প্রায় তিন ঘন্টা পরে সচল হয় বেহালা চৌরাস্তা ডায়মন্ড হারবার রোড।

Related posts

Leave a Comment