বেঙ্গালুরু: লোকসভা ভোটকে পাখির চোখ করে আজ বেঙ্গালুরুতে বিরোধী জোটের হাইভোল্টেজ বৈঠক। কিন্তু সেই বৈঠকের উষ্ণতায় জল ঢেলে দিলেন শারদ পাওয়ার। তিনি এই বৈঠকে থাকতে পারছেন না বলে জানিয়ে দিয়েছেন। এনসিপির এই নেতা কী কারণে বৈঠকে থাকতে পারছেন না, তা দলের তরফে জানানো হয়নি। তবে আগামীকাল তিনি থাকবেন না বলে জানা গিয়েছে। ফলে আজ বিরোধীদের জোট বৈঠক অনেকটাই দিশাহীন হয়ে পড়ল। এদিকে ভাইপো অজিত পাওয়ার বিদ্রোহ ঘোষণার পর দল অনেকটাই শক্তিহীন হয়ে পড়েছে। দলের রাশ এখন কার হাতে থাকবে, সেব্যাপারে নিশ্চিত নন মারাঠা স্ট্রং ম্যান শারদ পাওয়ার।
উল্লেখ্য, সম্প্রতি বিহারের পাটনায় ২০২৪-এর লোকসভা ভোটে বিরোধী জোটের একটি বৈঠক হয়। এই জোটের ফর্মুলা হল কেন্দ্রে বিজেপি-কে ক্ষমতা থেকে হঠাতে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া। এছাড়া একাধিক এজেন্ডা রেখে বিরোধী রাজনৈতিক দলগুলি এক ছাতার তলায় আসার চেষ্টা করে। সেই বৈঠকের মুখ্য ভূমিকায় ছিল শারদ পাওয়ারের এনসিপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, আরজেডি, জেডিইউ সহ বেশ কিছু বিরোধী দল। আজ বেঙ্গালুরুতে ২৪ দলের বৈঠক হওয়ার কথা ছিল।
কিন্তু বৈঠকের প্রথম দিনেই শারদ পাওয়ার দল ছুট হওয়ায় বিরোধী জোটের এই জোয়ারে অনেকটাই ভাটা পড়ল। রাজনৈতিক মহলের ধারণা, ২০১৯-এর মতো এই জোটও কার্যত ব্যর্থ হবে। ভারতবর্ষ জুড়ে ফের মোদী ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাবে তৃণমূল, আরজেডি কংগ্রেস সহ সংকীর্ণ দলীয় স্বার্থাণ্বেষী রাজনৈতিক দলগুলি। কারণ জনমানসে এইসব দলগুলির ভূমিকা ভালো নয়। লালুর গাওলা কেলেঙ্কারি, কংগ্রেসের হাওলা কেলেঙ্কারি, মমতা সরকারের আপাদমস্তক নিয়োগ দুর্নীতি ভূ-ভারতের মানুষ ভালো চোখে দেখছে না।
previous post