সংবাদ কলকাতা, ১৬ অক্টোবর: বেঙ্গল এসটিএফ-এর জালে নিষিদ্ধ মাদক পাচারচক্রের অভিযোগে ধৃত চার। তদন্তে উঠে এলো মণিপুর-নাগাল্যান্ড যোগ। ধৃতদের মোষয়ে তিন জন মণিপুরী মহিলা ও একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। ধৃতদের সাথে উদ্ধার আনুমানিক এক কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক হেরোইন। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে ( ১৫ অক্টোবর) রঘুনাথগঞ্জ থানার উমরপুর মোড়ে জাতীয় সড়কের কাছেই।
