কাঠমাণ্ডু, ২০ এপ্রিল: অবশেষে তিন দিন পর খোঁজ মিলল রাজস্থানের পর্বতারোহী অনুরাগ মালুর। তিনি জীবিত আছেন। তবে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। নেপালের অন্নপূর্ণা শৃঙ্গ (Mt Annapurna) জয়ে বেরিয়েছিলেন রাজস্থানের (Rajasthan) পর্বতারোহী অনুরাগ মালু (Anurag Maloo)। শৃঙ্গ জয়ের পর তিনি নিখোঁজ হয়ে যান। আজ বৃহস্পতিবার তাঁকে ৮ হাজার ৯১ মিটার উচ্চতায় জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি নেপালের পোখরায় মনিপাল হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত অনুরাগ মালু বিশ্বের সাতটি মহাদেশের ৯ টি উচ্চতম শৃঙ্গ জয় করে মানুষকে পরিবেশ সচেতনতার বার্তা দিতে চেয়েছিলেন। তাঁর লক্ষ্য ছিল ৮ হাজারের বেশি উঁচু বিশ্বের সকল শৃঙ্গ জয় করা। এছাড়াও হিমালয়ান টাইমস নিউজপেপারের প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপুঞ্জের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে সচেতনতা প্রচারের জন্যই এই শৃঙ্গ জয়ের পরিকল্পনা করেন তিনি। তবে গত সোমবার দুপুরের পর প্রায় ১৯ হাজার ফুট উঁচু থেকে খাদে পড়ে যান অনুরাগ। এরপর নিখোঁজ হয়ে যান তিনি। সেভেন সামিট ট্রেকের চেয়ারম্যান মিংমা শেরপা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, সোমবার সকালে অন্নপূর্ণা ক্যাম্প ৩ থেকে নামার সময় নিখোঁজ হন তিনি। তারপরই শুরু হয় তল্লাশি।
উল্লেখ্য, পৃথিবীর দশম উচ্চতম অন্নপূর্ণা শৃঙ্গের যাত্রাপথ অত্যন্ত কঠিন ও বিপদ সঙ্কুল। কিন্তু গত সোমবার দুপুরে স্বপ্নকে সত্যি করে তিনি অন্নপূর্ণা ক্যাম্প ৩ থেকে নিচে নামার সময় নিখোঁজ হয়ে যান। এই শৃঙ্গ জয়ের পর নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে শুরু হয় তল্লাশি অভিযান। এমনকি হেলিকপ্টারের সাহায্যে আকাশপথেও তল্লাশি অভিযান চালানো হয়। উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর আত্মীয় পরিজনরাও। অবশেষে আজ খোঁজ মিলল। তাঁর ভাই জানিয়েছেন, “তাঁকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি এখনও জীবিত আছেন।”
previous post
next post