সংবাদ কলকাতা: শুক্রবার ছিল ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ওয়েলিংটনে খেলা হওয়ার কথা ছিল। তবে বৃষ্টিপাতের কারণে একটিও বল খেলা হয়নি। এমনকি টসও করতে পারেননি দুই দেশের অধিনায়করা। বাধ্য হয় আম্পায়রা ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেয়। খেলা বাতিল হলেও ভারত ও নিউজিল্যান্ডের দলের খেলোয়াড়রা রীতিমতো ফুট ভলি খেলেছে, এই খেলার ভিডিও নেট দুনিয়ার রীতিমতো ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস ছিল, বৃষ্টির কারণে বাতিল হতে পারে খেলা। সেই পূর্বাভাস মিলে গিয়েছে। একটিও বল খেলা হয়নি। এরপর ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে তিনটি ওয়ানডে ম্যাচ।
