21 C
Kolkata
December 26, 2024
রাজ্য

বুধবার  নবান্নে ‘দুর্নীতির খতিয়ান’ জমা দেবে বিজেপি

সংবাদ কলকাতা: নবান্নে ‘দুর্নীতির খতিয়ান’ জমা দেবে বিজেপি। আগামী বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বৈঠকের দিনেই এই রিপোর্ট জমা দেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সূত্রের খবর, ২০ ডিসেম্বর দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা সহ দলের শীর্ষ নেতারা নবান্নে গিয়ে রাজ্য সরকারের দুর্নীতির বিস্তারিত তথ্য জমা দেবেন। বিভিন্ন প্রকল্পে কোথায় কোথায় ‘চুরি’ হয়েছে সেই সংক্রান্ত একটি স্মারকলিপি রাজ্য সচিবালয়ে জমা দেবে বঙ্গ বিজেপি।

পাশাপাশি ওইদিন রাজভবনে গিয়ে দুর্নীতির লিখিত খতিয়ানও রাজ্যপালের হাতে তুলে দেবেন গেরুয়া নেতারা। সব মিলিয়ে দিল্লিতে মোদি-মমতার বৈঠকের দিনে কলকাতায় পাল্টা কর্মসূচিতে সরব হতে চলেছে বিজেপি।

প্রসঙ্গত বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার বকেয়া মেটানোর দাবিতে দিল্লিতে মোদি-মমতার এই বৈঠক ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে। সেই আবহে এবার তৃণমূলনেত্রীকে পাল্টা জবাব দিতেই এই কর্মসূচি নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে রাজ্যের বাম ও কংগ্রেস শিবির দাবি করেছে, জনগণের ‘আই ওয়াশ’ করতেই বিজেপির এই পদক্ষেপ। যাতে মোদী ও মমতার সেটিং তত্ত্ব মানুষ বুঝতে না পারে।

Related posts

Leave a Comment