নতুন দিল্লি: বীরসেনাদের আত্মত্যাগকে স্মরণ করে পরমবীর চক্র প্রাপকদের নামে এবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১ টি দ্বীপের নামকরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি আন্দামান নিকোবর দ্বীপপুজ্ঞের ২১টি দ্বীপের নামকরণ প্রক্রিয়া সম্পন্ন করেন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরাক্রম দিবস হিসাবে ঘোষিত এই দিনে নেতাজির নামে উৎসর্গ করা রস দ্বীপে নেতাজির মূর্তি উন্মোচন করেন।
দেশের সন্মান রক্ষার্থে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ২১ টি নামহীন দ্বীপের নাম পরমবীর চক্র প্রাপকদের নামে নামকরণ পর্ব সারেন তিনি। বিশেষজ্ঞদের মতে, এই কাজের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সেনাদের যথাযথ সন্মান প্রদানের পাশাপাশি তাঁদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যা সমগ্র দেশ তথা দেশবাসীর পক্ষে গৌরবের বিষয়।