সঙ্কল্প দে, বীরভূম: মোটর সাইকেলে চেপে মোবাইলে ছবি করতে গিয়ে প্রাণ গেল এক তরতাজা যুবকের। বুধবার এই ঘটনাটি ঘটে বীরভূম জেলার ইলামবাজারের চৌপাহাড়ি জঙ্গলে। মৃতের নাম শেখ সুমন। যুবকের বাড়ি ইলামবাজার লাগোয়া ভগবতী বাজার গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেখ হান্নানের পুত্র সেখ সুমন চলন্ত মোটর সাইকেল থেকে মোবাইলে ছবি করতে গিয়ে একটি ডাম্পারের ধাক্কায় তার মৃত্যু হয়। মোটর সাইকেলে তার আরও দুই বন্ধু ছিল। তারা হালকা চোট পেয়েছে। আর সুমন ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। জখম সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে করে। মৃত দেহটি ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
previous post