23 C
Kolkata
December 23, 2024
দেশ

বীরভূমে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে প্রাক্তন আইপিএস অফিসার দেবাশীষ ধর

বীরভূমের বক্রেশ্বর: ১৮ তম লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে গোটা দেশ জুড়ে। আগামী ১৯শে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই সমস্ত দলের প্রার্থীরা নেমে পড়েছে ভোটের ময়দানে। শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রচার কর্মসূচি। তারই মাঝে বঙ্গ রাজনীতিতে নতুন রাজনৈতিক পেক্ষাপট ।স্বাধীন ভারতের ইতিহাসে সাধারণ মানুষের মৌলিক অধিকারের দাবি নিয়ে শাসক দল থেকে বিরোধী দল নেমে পড়েছে মাঠের ময়দানে।ভোট আসে, ভোট যায়! কিন্তু নেতা মন্ত্রীদের দেওয়া প্রতিশ্রুতি সবসময়ই পালন হয় না বাস্তবে এমন কথা শোনাযায় ভারতীয় জনতা পার্টির মুখে। প্রতিটি জেলার পাশাপাশি এদিন স্বতঃস্ফূর্তভাবে দেখা যায় বীরভূমে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে প্রাক্তন আইপিএস অফিসার দেবাশীষ ধর। আর তারই ভোট প্রচার শুরু হয়ে গেছে একদমই তুঙ্গে। মানুষের দরবারে গিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন তিনি। এদিন তারা ভোট প্রচারে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বীরভূমের সন্ত্রাস আটকাতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ ধন্য প্রার্থী হিসেবে বীরভূম থেকে তাকে দাঁড় করানো হয় এবং তারা আশাবাদী বীরভূমের প্রতিটি মানুষ তাকে এবার ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর এর ফলেই প্রতিটি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছাসে উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো।। আর আজ তারা প্রচার সারলেন বীরভূমের বক্রেশ্বরের মাটিতে, দেওয়াল লিখন এর মধ্যে দিয়েই ভোট প্রচার। প্রতিটি মানুষের সাথে তারা জনসংযোগ বাড়াচ্ছেন এবং মানুষের সুবিধে অসুবিধের কথা ও তারা শুনছেন।।

Related posts

Leave a Comment