বীরভূম: আবারও অবৈধভাবে কয়লা পাচার রুখল সদাইপুর থানার পুলিশ। প্রসঙ্গত, বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে অবৈধভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে কয়লা পাচার করছে পাচারকারীরা। তবে তাঁদের সেই কৌশল বানচাল করে দিচ্ছে বীরভূম জেলা পুলিশ। 
সকালে মোটর সাইকেলে কয়লা বোঝাই করে অবৈধভাবে পাচার করার সময় সদাইপুর থানার মেহেরপুর মোড়ে চারটি মোটর সাইকেল আটক করে পুলিশ। পুলিশ দেখে মোটর সাইকেল ছেড়ে চম্পট দেয় কয়লা পাচারকারীরা। কেউ রাস্তার ওপর, কেউ এলাকার বাড়ির সামনে মোটর সাইকেল ছেড়ে পালিয়ে যায়। চারটি মোটর সাইকেল সহ প্রায় ২৪ কুইন্টাল কয়লা বাজেয়াপ্ত করে সদাইপুর থানার পুলিশ। সেই অবৈধ কয়লাগুলি কোথা থেকে নিয়ে আসছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার তদন্ত শুরু করছে পুলিশ।

