সংকল্প দে ও প্রিয়াশ্রী খাঙ্গার, বীরভূম: শুক্রবার বীরভূমের চাঁদমারি মাঠে বীরভূম জেলা পুলিশের তত্ত্বাবধানে একটি ইনডোর ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। তাঁকে এই কোর্টের উদ্বোধন করার পাশাপাশি ব্যাডমিন্টন হাতে খেলা করতেও দেখা যায়। খেলায় সাংসদকে সঙ্গ দেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই কোর্টের জন্য মোট ১৯ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা বরাদ্দ করা হয়। যদিও খরচ করা হয়েছে ১৪ লক্ষ ৯৬ হাজার টাকা।
previous post
next post
