November 1, 2025
রাজ্য

বীরভূমের খয়রাশোলে রাতের অন্ধকারে পুড়ে ছাই ইসকন মন্দির, নাশকতার আশঙ্কা

বীরভূম: বীরভূমের খয়রাশোল। এখানেই দু’মাস আগে তৈরি হয় ইসকন মন্দির। শুক্রবার গভীর রাতে সেই মন্দিরে আগুন লাগে। মন্দিরের পূজারি ও ভক্তরা এর পিছনে নাশকতার আশঙ্কা করছেন।

জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ওই মন্দিরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা মন্দিরে। খড়়ের চালের মন্দিরটি জ্বলতে থাকে। স্থানীয় বাসিন্দারা টের পেয়ে ছুটে আসেন এবং আগুন নিভিয়ে ফেলেন।

স্থানীয় বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, মাস দুয়েক আগে কেন্দ্র গেড়িয়ায় তৈরি হয়েছিল ইসকন মন্দিরটি। তারপর থেকেই মন্দিরটির ক্ষতি করার চেষ্টা হচ্ছিল। শেষ পর্যন্ত শুক্রবার রাতে সম্ভবত কেরোসিন ঢেলে কেউ আগুন ধরিয়ে দিয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের উত্তর বীরভূম সাংগঠনিক জেলার সম্পাদক সরোজ সাঁই বলেন, ‘শনিবার সকালে আমরা খবর পাই কেন্দ্রগড়িয়ায় ইসকন মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা কেউ বলতে পারেননি। এর আগেও মন্দিরটি পোড়ানোর চেষ্টা হয়েছিল। এবার দুষ্কৃতীরা সফল হয়। আমরা পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছি’।

এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে শনিবার বীরভূমে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। তাঁদের দাবি, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে।

Related posts

Leave a Comment