যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী দের নিয়ে আগে ভাবেছে ও এখনো ভাবে, ঠিক তার অপরদিকে দেখা যাচ্ছে বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত বনাঞ্চল চৌপাহারি জঙ্গলে আদিবাসীরা আজ পথ অবরোধে নেমেছে। আদিবাসীদের দীর্ঘদিনের ক্ষোভ এই পথ অবরোধের মাধ্যমে উগরে দেয় সাংবাদিকদের সামনা সামনি হয়ে। আদিবাসীদের অভিযোগ,গ্রামের তৃণমূল নেতা ও জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদের কর্মাধ্যক্ষ রবি মুরমু,এই সমস্ত মুর্গ বুনি গ্রামের আদিবাসী দের প্রতি অত্যাচার, মারধর,থেকে শুরু করে জমি কেড়ে নিয়েছে বলে গ্রামবাসীদের এমনটাই দাবি এবং ক্ষোভ ,তাই আজ তারই প্রতিবাদে বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার মূল রাস্তা অবরোধ করে আদিবাসী সম্পন্ন মানুষজন। যতদিন না এই অত্যাচার বন্ধ হবে আমরা এই অবরোধ চালিয়ে যাবো বলেই এমনটা দাবি করেছেন।তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মুর বিরুদ্ধে একরাশ অভিযোগ। আবার অপরদিকে তৃণমূলেরই একাংশ এই অত্যাচার এবং মারধোরের প্রতিবাদে ইলামবাজার থেকে বোলপুর যাওয়ার রাস্তা অবরোধ করলো তৃণমূলের লোকজন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনা স্থলে ইলামবাজার থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।।