22 C
Kolkata
December 25, 2024
জেলা

বীরভূমের অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বীরভূম: বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি বালিঘাটের নিকটস্থ একটি নিম গাছ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। জয়দেব থানার আইসি বিপ্লব দত্তের নেতৃত্বে একটি টিম সকাল আটটায় এই মৃতদেহ উদ্ধার করে। সূত্রের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বালিঘাটের পাশে নিমগাছটির নিকট গিয়ে দেখে, একটি মৃতদেহ ঝুলছে। তৎক্ষণাৎ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠান। স্থানীয় সূত্রে খবর, ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি একটি লরির ড্রাইভার। তবে এখনও তার বাড়ির কোনও খবর পাওয়া যায়নি। বর্তমানে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment