বিশেষ সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকার এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা অঞ্চলে। অ্যাসিড ও লঙ্কার গুঁড়ো দিয়ে মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান।
চাকু দিয়ে দেহের একাধিক জায়গায় কোপানোর দাগও রয়েছে। তবে ওই মহিলার এখনও পরিচয় জানা সম্ভব হয়নি। মৃত মহিলার আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। ঘটনাস্থলের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অ্যাসিড, চাকু, ব্যবহার করা নিরোধের প্যাকেট ও পোড়া কাপড় প্রভৃতি। গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। দেহটি দেখে স্থানীয়দের অনুমান ওই মহিলাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।