পাটনা: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরি ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন পুরষ্কারে ভূষিত করা হচ্ছে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি ভবন এই ঘোষণা করেছে।
বিহারের ‘জন নায়ক’ বলে পরিচিত কর্পূরি ঠাকুরের পরিবারের হাতে এই পুরষ্কার তুলে দেওয়া হতে পারে।
১৯২৪ সালের ২৪ জানুয়ারি বিহারের সমস্তিপুরে তিনি জন্মগ্রহণ করেন। কর্পূরি ঠাকুর দুইবার বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলান। তিনি একজন বিশিষ্ট সমাজ সেবী ছিলেন। সমাজের অনগ্রসর শ্রেণির উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন।
next post