28 C
Kolkata
August 3, 2025
রাজ্য

বিসর্জন থেকে ফেরার পথে বিজেপির বুথ সভাপতিকে খুন

সংবাদ কলকাতা : দুর্গাপুজোর শোভাযাত্রা থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের বেধড়ক মারে ঘটনাস্থলে মৃত্যু হয় বিজেপির বুথ কমিটির সহ-সভাপতির। মৃতদেহ উদ্ধার করা নিয়ে শুরু হয় ব্যাপক উত্তেজনা। মৃতদেহ মর্গে পাঠানো নিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপির দাবি, তৃণমূলের পরিচিত দুষ্কৃতীরা এই খুন করেছে।

ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি দু’নম্বর পঞ্চায়েতের বড় জিয়াকুরের। জানা যায় মৃত বিজেপি কর্মীর নাম অধীর সরকার, তিনি ওই অঞ্চলের বিজেপির বুথ কমিটির সহ-সভাপতি বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব। অভিযোগ বুধবার সন্ধ্যায় ওই অঞ্চলে বেশ কিছু দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হয়। আর সেখানেই অংশগ্রহণ করেছিলেন ওই বিজেপি কর্মী অধীর সরকার। অভিযোগ এরপরে তিনি যখন বাড়িতে ফিরে আসছিলেন, তখনই বড় জিয়াকুর বাজার সংলগ্ন এলাকায় হঠাৎই দুষ্কৃতীরা তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন অধীর সরকার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। তাঁরা আহত বিজেপি কর্মীকে নিয়ে আসেন শান্তিপুর হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই উত্তেজিত হয়ে ওঠে বিজেপি কর্মী সমর্থকরা। হাসপাতালের ভেতরেই পুলিশের সাথে শুরু হয় কথা কাটাকাটি। পরবর্তীতে মৃত বিজেপি কর্মীকে হাসপাতাল থেকে উদ্ধার করে শান্তিপুর থানায় নিয়ে যায় পুলিশ। এরপর রাতেই মৃতদেহ মর্গে পাঠানো নিয়ে বিজেপি কর্মীদের সাথে পুলিশের কথা কাটাকাটি শুরু হয়। তারপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সঙ্গে শুরু হয় ধাক্কাধাক্কি। এই ঘটনায় শান্তিপুর পঞ্চায়েত সমিতির বিজেপির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তীর অভিযোগ, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। নাহলে আগামীকাল গোটা শান্তিপুর জুড়ে দফায় দফায় বিক্ষোভ করবেন তাঁরা।

“সংবাদ কলকাতা”র News Appটি ইনস্টল করতে নিচের লিঙ্কে ক্লিক করুন:👇

https://play.google.com/store/apps/details?id=com.son.songbadkolkata

Related posts

Leave a Comment