31 C
Kolkata
August 2, 2025
দেশ

বিষমদ তৈরির রাস্তা ছেড়ে দিলেই ১ লাখ, ঘোষণা বিহার সরকারের

পাটনা: বিহারে বিষমদকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯। বুধবার পর্যন্ত সংখ্যাটা ছিল ২০ জন। এদিকে বিষমদকাণ্ডে মৃত্যু নিয়ে তোলপাড় বিহারের রাজনীতি।

উল্লেখ্য, বিহারে ২০১৬ সালে মদ্যপানে নিষেধাজ্ঞা জারি করে নীতীশ কুমারের সরকার। সম্প্রতি বিষমদকাণ্ডে মৃতের সংখ্যা বাড়তে থাকায় ক্ষোভ আটকে রাখতে পারেননি নীতীশ কুমার। তিনি বলেন, ‘যদি কেউ মদ্যপান করেন, তাহলে কী হতে পারে, তার উদাহরণ আমাদের সামনে আছে।’

তিনি আরও বলেন, ‘আমি তৈরি রয়েছি ১ লাখ টাকা দিতে। তবে ওই রাস্তা (বিষমদ তৈরি) ছেড়ে দিতে হবে। যাতে নতুন করে কাজ করতে পারেন’। প্রয়োজনে ওই টাকা আমরা সংগ্রহ করে ফান্ড তৈরি করে দেব ।’

এছাড়া নীতীশ কুমার প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছেন, বিষমদ কাণ্ডে যাতে কোনও দরিদ্রকে ধরপাকড় না করা হয়। বরং তার জায়গায় যারা বিষমদ তৈরি করছে তাদের যেন ধরা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি বিহারের সারানের মারহউরা সাব ডিভিশনের মাসকারা ব্লকে এই বিষমদকাণ্ড ঘটে।

Related posts

Leave a Comment