April 9, 2025
কলকাতা রাজ্য

বিশ্ব ব্র্যাঘ দিবসে সুন্দরবনের সোহন, সোহিনী ও সুন্দরের দায়িত্ব নিল এসবিআই

ঝড়খালি: আজ, ২৯ জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। পৃথিবীজুড়ে বাঘ সংরক্ষণ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এই দিনটিকে বেছে নেওয়া হয়। চোরাশিকার, বনাঞ্চল ধ্বংস, বে-আইনি ব্যবসা ইত্যাদি কারণে বিগত ১৫০ বছরে বাঘের সংখ্যা প্রায় ৯৫ শতাংশ কমেছে। ২০১০ সাল থেকে এই বিশেষ দিনটি পালন করা শুরু হয় । সেন্ট পিটার্সবার্গে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান থেকে এই দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত বিশ্বের মোট বাঘের ৭০ শতাংশ ভারতেই রয়েছে। তবে চোরা শিকারী এবং বিশ্বের বিভিন্ন এলাকার প্রত্যন্ত গ্রামে বাঘ মারার প্রবণতা এখনও রয়েছে। সেই প্রবণতা কমাতে এবার বনদপ্তরের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হল।

শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালি ব্র্যাঘ রেসকিউ সেন্টারে থাকা তিন বাঘ সোহন, সোহিনী ও সুন্দরের দায়িত্ব নিলেন এসবিআই-এর চিপ জেনারেল ম্যানেজার প্রেম অনুপ সিনহা। ঝড়খালি রেসকিউ সেন্টারে থাকা এই তিনটি বাঘের লালন-পালনের জন্য ৬ লক্ষ টাকা সাহায্য করল এসবিআই। এর পাশাপাশি এই বিশেষ দিনটিকে সাড়ম্বরে পালন করা হয় গোটা সুন্দরবন এলাকা জুড়ে। এসবিআই-এর পক্ষ থেকে বাঘের হামলায় মৃত ব্যক্তিদের পরিবারের হাতে এদিন আর্থিক সাহায্যও তুলে দেওয়া হয়।

বনদপ্তরের সাথে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যৌথ উদ্যোগে সুন্দরবনের বাঘেদের ওপর যে বিশেষ নজর দেওয়া হয়েছে, তাতে মনে করা যেতে পারে যে আগামী দিনে সুন্দরবনের মানুষদেরকে বাঘেদের আক্রমণের হাত থেকে রক্ষা করা ও মানুষের হাত থেকে বন্যপ্রাণীদের রক্ষা করার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে চলেছে তারা।

দক্ষিণ ২৪ পরগনা জেলার বনআধিকারিক (ডিএফও) মিলন মন্ডল জানান, এই বিশেষ দিনে বনবিভাগের পাশে দাঁড়িয়েছে এসবিআই। এসবিআই-এর পক্ষ থেকে ঝড়খালি রেসকিউ সেন্টারে যে তিনটি বাঘ রয়েছে সোহন, সোহিনী ও সুন্দর- এই তিনটি বাঘের এক বছরের জন্য লালন পালনের দায়িত্ব নিয়েছে এসবিআই।

এছাড়াও এই বিশেষ দিনে বনবিভাগের পাশে দাঁড়িয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠনও। সংগঠনের পক্ষ থেকে জঙ্গলে নজরদারি করার জন্য এই মঞ্চ থেকে একটি ড্রোন দিয়ে বনবিভাগকে সাহায্য করে। সুন্দরবনের কয়েকজন গ্রামবাসীদের বনবিভাগের পক্ষ থেকে সম্মানিত করা হয়। গত বছর বাঘের আক্রমণে মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। এবছরও গ্রামবাসী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় সেই সংখ্যাটা ও যেন শূন্য থাকে, সেই চেষ্টা চালানো হচ্ছে।

এবিষয়ে এসবিআই-এর চিফ জেনারেল ম্যানেজার প্রেম অনুপ সিনহা বলেন, এই বিশেষ দিনে রাজ্য সরকারের এই ব্র্যাঘ সংরক্ষণ প্রকল্পে নিজেদেরকে সামিল হতে পেরে খুব খুশি। এসবিআই-এর পক্ষ থেকে তিনটি বাঘকে এক বছরের জন্য দত্তক নেওয়া হল। বিশ্ব ব্র্যাঘ দিবসে সুন্দরবনে এসে খুব আনন্দিত।

Related posts

Leave a Comment