19 C
Kolkata
December 23, 2024
বিদেশ

বিশ্বে সপ্তম বারের মতো সুখী দেশ ফিনল্যান্ড

হেলসিঙ্কি: ফের বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় উঠে এল ফিনল্যাণ্ড। একশো ১৪৩ টি দেশকে নিয়ে সার্ভে করা এই তালিকায় সপ্তমবারের মতো সেরা হল এই দেশ। ফিনল্যান্ডের পরই সব থেকে হাসিখুশি দেশের তালিকায় উঠে এসেছে ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেনের নাম। তবে এই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থা আফগানিস্তানের। বিভিন্ন জঙ্গি তান্ডবে বিধ্বস্ত আফগানিস্তানের নাম রয়েছে ১৪৩টি দেশের তালিকার সব থেকে নীচে। তালিবান শাসন শুরু হওয়ার পর থেকে সে দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে।

উল্লেখযোগ্য বিষয়, গত এক দশকে সুখী দেশের তালিকায় ২০-এর মধ্যেই থাকত আমেরিকা ও জার্মানি। তবে এবারই প্রথম ২০টি দেশের তালিকার বাইরে স্থান হয়েছে এই দুই দেশের। মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি যথাক্রমে ২৩ ও ২৪তম স্থানে রয়েছে। গত বছর আমেরিকা ছিল ১৬তম স্থানে। কোস্টারিকা ও কুয়েত ঢুকেছে ২০ দেশের তালিকায়। ১২ ও ১৩তম স্থানে রয়েছে এই দেশ দু’টি। সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, প্রথম ১০টি দেশের মধ্যে নেদারল্যান্ড ও অস্ট্রেলিয়ার জনসংখ্যা দেড় কোটিরও বেশি। প্রথম ২০ দেশের তালিকায় রয়েছে কানাডা ও ব্রিটেন।

সমীক্ষায় দেখা গিয়েছে, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলিতে কুড়ি বছর বয়সীদের মধ্যে আনন্দের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। সেই তুলনায় বয়স্করা তরুণদের তুলনায় অনেক বেশি খুশি। এর উল্টো চিত্র ধরা পড়েছে পূর্ব ইউরোপে। সেখানে সব বয়সের মানুষের মধ্যে সুখের পরিমাণ সমানভাবে বেড়েছে। পশ্চিম ইউরোপেও একই ছবি দেখা গেছে। তবে ইউরোপ ছাড়া বাকি দেশে সুখের পরিমাণের তারতম্য অনেক। যা রীতিমতো চিন্তায় ফেলেছে জাতিসংঘকে।

Related posts

Leave a Comment