28 C
Kolkata
April 6, 2025
Uncategorized

বিশ্বের দীর্ঘতম পায়ের পাতা! গিনেস বুকে নাম লেখালেন মহিলা

টেক্সাস: দেহের তুলনায় দীর্ঘ পায়ের পাতা। তা নিয়ে কমবেশি সমালোচনা হলেও শেষ পর্যন্ত সেই পায়ের পাতাই এনে দিল বিশ্ব সম্মান। যদিও তাঁর কথায় দেহের উচ্চতা ও দীর্ঘ পায়ের পাতার জন্য তেমন সমালোচনা তাঁকে শুনতে হয়নি।

মহিলার নাম তনয়া হার্বাট। আমেরিকার টেক্সাসের বাসিন্দা তিনি। তাঁর পায়ের পাতার দৈর্ঘ্য গোটা বিশ্বের কাছে আকর্ষণীয়। ইতিমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি। বলা হয়েছে, জীবিত মানুষদের মধ্যে সবচেয়ে দীর্ঘ পায়ের পাতা তনয়ার।

৬ ফুট ৯ ইঞ্চির উচ্চতা তনয়ার ডান পায়ের দৈর্ঘ্য ১৩. ০৩ ইঞ্চি। বাঁ পায়ের দৈর্ঘ্য ১২.৭৯ ইঞ্চি। তনয়ার পায়ের জন্য ১৮ কিংবা ১৭ সাইজের জুতো লাগে। স্বাভাবিকভাবেই তার পায়ের সাইজের জুতো পাওয়া যেত না।

সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তাঁর দেহের তুলনায় পায়ের পাতার দৈর্ঘ্য ছোটবেলা থেকেই বেশি। স্কুলে পড়ার সময় থেকেই পায়ের সাইজ বাড়তে থাকে। স্বাভাবিকভাবে কোনও মহিলার এই উচ্চতা দেখা যায়না। তবে এই উচ্চতার জন্য কোনওদিন কটূক্তি শুনতে হয়নি তাঁকে। বরং বন্ধুরা তাঁকে ভালোবাসতেন ও সবসময় সাহায্য করতেন।

তনয়া আরও জানিয়েছেন, তাঁর পরিবারে সকলেই লম্বা। তাঁর বাবার উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি ও মায়ের উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি। তাঁর পায়ের জন্য জুতো পাওয়া যেত না। ছেলেদের জুতো কিংবা টেনিস জুতো পরে থাকতে হত তাঁকে। অনলাইনে জুতো কিনতে হত।

তিনি আশা করছেন, গিনেস বুকে নাম উঠার পর তার পায়ের মাপের জুতো পেতে আর সমস্যা হবে না।

Related posts

Leave a Comment