বীরভূমের বোলপুর: শারিরীক ও মানসিক নির্যাতনের অভিযোগ ,তিন ছাত্রীদের অশ্লীল ম্যাসেজ করার অভিযোগ , বিশ্বভারতীর এক প্রফেসরের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তুলে বিক্ষোভ পড়ুয়াদের। পাশাপাশি প্রফেসরকে তার কক্ষ থেকে বের করে তালা ঝুলিয়ে ক্লাস বয়কট করলো পড়ুয়ারা।বিশ্বভারতীর পার্সিয়ান, উর্দু এবং ইসলামিক স্টাডিজ,ভাষাভবন বিভাগের এক প্রফেসরের বিরুদ্ধে ছাত্রীদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ সঙ্গে সঙ্গেঈ তাদের অশ্লীল ম্যাসেজ করার অভিযোগ আগেই উঠেছিল। অভিযোগ হয়েছে শান্তিনিকেতন থানায় ও বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে। তবে এখনও পর্যন্ত তিন ছাত্রীদের দাবী যতক্ষণ না প্রফেসর আব্দুল মোল্লাকে বহিষ্কার না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই তালা বন্ধ থাকবে।
previous post