25 C
Kolkata
November 2, 2025
রাজ্য

বিশ্বব্যাঙ্কের সাহায্যে ক্ষুদ্র সেচের উন্নয়ন ঘটাতে চাইছে রাজ্য

সংবাদ কলকাতা: বিশ্বব্যাঙ্ক প্রস্তাবিত ক্ষুদ্র সেচ প্রকল্পের বাস্তব রূপায়ণ করতে চাইছে রাজ্য। এই বিষয়ে গত ১১ বছরে প্রায় সাড়ে ছ-লক্ষ হেক্টর জমিকে ক্ষুদ্র সেচের আওতায় আনা হয়েছে। এই কাজে আরও এগিয়ে যেতে চায় রাজ্য।

এর ফলে উপকৃত হবে রাজ্যের প্রায় ২৩টি জেলার মানুষ। একথা জানিয়েছে রাজ্যের সেচ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর। সেচ মন্ত্রী মানস ভূঁইয়া জানান, বিশ্বব্যাঙ্কের প্রকল্প রূপায়ণে বদ্ধপরিকর রাজ্য। এজন্য প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে কেন্দ্র সরকারের সঙ্গে।

এদিকে পাহাড়ের উন্নয়ন নিয়ে জিটিএ-র সাথে বৈঠক হয় মানস ভূঁইয়ার। মন্ত্রী জানান, পাহাড়ের উন্নয়নের জন্যও বদ্ধ পরিকর রাজ্য। ইতিমধ্যে ৪০.৫৪ কোটি টাকার ক্ষুদ্র সেচের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও পাহাড়ের ধসপ্রবণ অঞ্চল খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ দল পাঠানো হবে।

Related posts

Leave a Comment