নিজস্ব সংবাদদাতা, ১৩ অক্টোবর: না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত সাংবাদিক দুর্গাদাস সরকার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি একটি সংবাদপত্রে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আজীবন সাংবাদিক হিসেবে জীবন সংগ্রাম চালিয়ে গেছেন। কোনওরকম ভয় তাঁকে ভীত করতে পারেনি। কোনওরকম রাজনৈতিক চাপ কিংবা অর্থনৈতিক সমস্যা তাঁকে মাথা নত করতে পারেনি। কালীঘাটের কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
জানা গিয়েছে, তিনি বিভিন্নরকম শারীরিক সমস্যায় ভুগছিলেন। অবশেষে বুধবার ভোররাতে তিনি ইহলোক ত্যাগ করেন।
next post