বিশাখাপত্তনম, ৪ আগস্ট : ঝাড়খণ্ডের চক্রধরপুরের পর এবার রেল দুর্ঘটনা বিশাখাপত্তনমে। রবিবার এই স্টেশনে দাঁড়িয়ে থাকা করবা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ঘটনার পর ট্রেনের যাত্রীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গিয়েছে, এদিন বিশাখাপত্তনম স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল এই এক্সপ্রেস ট্রেনটি। তখনই আচমকা আগুন লেগে যায়। কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের তিনটি এসি বগি রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে আসার পরপরই আগুনে পুড়ে যায়। প্রথমে A1 কোচের কাছে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সঙ্গে সঙ্গে যাত্রীরা একটি অ্যালার্ম বাজিয়ে সতর্ক করেন। বুঝতে পেরে রেলের আধিকারিকরা তখন ট্রেনটিকে নিরাপদে সরিয়ে নিয়ে যান।
উল্লেখ্য, কোরবা থেকে আসার পর, ট্রেনটি তিরুপতি যাওয়ার জন্য নির্ধারিত ছিল। একজন আধিকারিক জানিয়েছেন যে, আগুনের পর ক্ষতিগ্রস্ত যাত্রীদের গন্তব্যে যাওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।
previous post
next post