সংবাদ কলকাতা, ২৯ নভেম্বর: আজ ভোর রাতে বিরাটির মহাজাতিনগর ১ নং ব্লকে বন্দ্যোপাধ্যায় বাড়িতে আগুন লাগে। আগুনে পুড়ে মারা যান বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় (৫৮) এবং তাঁর বাবা (৯২)। গুরুতর আহত অবস্থায় মা শেফালী বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করা হয় বারাসত হাসপাতালে।
জানা গিয়েছে, ভোর তখন ৪টা নাগাদ ঘটনাটি ঘটে। বিকট শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। তাঁরা তড়িঘড়ি ছুটে গিয়ে দেখেন স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারের বাড়িতে আগুনে জ্বলছে। তখন এই ভয়াবহ অগ্নিকান্ড দেখে দমকলে ফোন করার পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। তারপর দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকান্ড। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
previous post