সংকল্প দে, বীরভূম: ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়দেব কেন্দুলী বৈষ্ণব পাড়ায় দেখতে পাওয়া যায় এক বিরল প্রজাতির বিড়াল। সঙ্গে সঙ্গে খবর যায় জয়দেব পুলিশ ফাঁড়িতে। জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি বিপ্লব দত্ত ও হোমগার্ড নইমুদ্দিন আক্তারের নেতৃত্বে একটি দল গিয়ে বিড়ালটিকে ধরে। এরপর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। সেখানে এই বিরল প্রজাতির বিড়ালটিকে প্রাথমিক চিকিৎসা করানো হয় সরকারি পশু চিকিৎসককে দিয়ে। তারপর ইলামবাজার ফরেস্ট কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। এই বিড়ালটিকে দেখতে ভিড় করে এলাকার মানুষ।
next post