লক্ষ্মী নারায়ণ ভিঞ্জম নামে হায়দরাবাদের এক বাসিন্দা বিয়ের আগে হাসি চওড়া করতে চেয়েছিলেন। বয়স ২৮ বছর। উল্লেখ্য, হায়দরাবাদেরই একটি ডেন্টাল ক্লিনিকে অস্ত্রোপচারের সাহায্যে হাসি চওড়া করছিলেন। কিন্তু তার সেই ইচ্ছা জীবনের স্বাদ দিল না অকালেই প্রাণ হারাতে হল সেই তরতাজা যুবকের। ডেন্টাল ক্লিনিকের কাছে খবর পেয়ে তার বাড়ির লোকরা তাড়াতাড়ি সেখানে ছুটে আসে। এবং সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। আর সেখানেই চিকিৎসকেরা যুবকটিকে মৃত বলে ঘোষণা করে। তাঁর বাবার অভিযোগ,অতিরিক্ত মাত্রায় অ্যানাসথেশিয়া প্রয়োগের কারণেই মৃত্যু হয়েছে তাঁর ছেলের।