21 C
Kolkata
December 25, 2024
দেশ

বিভিন্ন অঞ্চলের সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস কর্মীদের আজ বিজেপিতে যোগদান

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র রাজ্যের বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রের বড় ভাঙ্গন। লোকসভা ভোটের আগে শাসক দল ছেড়ে পদ্ম শিবিরে আগমন রাজনৈতিক হটস্পট নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির পা তলার মাটি শক্ত করল সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ৭০০ মানুষ জন।। নন্দীগ্রামে বিধানসভা নন্দীগ্রাম এক নম্বর ব্লক প্রায় ৩৫% সংখ্যালঘু ভোটার বসবাস করে, সেখানে এইভাবে বিজেপিতে যোগদান লোকসভা নির্বাচনের আগে খানিকটা হলেও বিজেপি পাঁচতলার মাটি শক্ত করলো।।
নন্দীগ্রামের ভেকুটিয়া, সামসাবাদ, কেন্দামারি, হরিপুর ,কালীচরণপুর, দাউদপুর, নন্দীগ্রাম, মহাম্মদপুর অঞ্চল থেকে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস কর্মীরা আজ বিজেপিতে যোগদান করলেন।

Related posts

Leave a Comment