November 2, 2025
রাজ্য

বিবেকানন্দ ক্লাবের ৭৫তম বর্ষের শ্যামাপূজার সূচনায় পাওলি দাম

শিলিগুড়ি, ২১ অক্টোবর: এবছর শিলিগুড়ির বিবেকানন্দ ক্লাবের ৭৫তম বর্ষ। এই বৎসরকে স্মরণীয় করে রাখতে শ‍্যামা পূজা দিয়ে শুরু করে সারা বছর নানান সামাজিক ও সাংস্কৃতিক কাজ করা হবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলার মধ‍্য দিয়ে পালন করা হবে।

সেজন্য গতকাল বিবেকানন্দ স্কুল মাঠে পুজো মন্ডপে এক সাংবাদিক বৈঠক ডাকা হয়। সেখানে ক্লাব সভাপতি পিযুষ কান্তি ঘোষ ও সম্পাদক নিলয় চক্রবর্তী জানান, চলতি বছর ক্লাবের “হিরক জয়ন্তী”কে স্মরণীয় করে রাখতে সারা বছর নানান সামাজিক কাজে হাত দেওয়া হয়েছে। ক্লাব সম্পাদক নিলয় বাবু জানান, ঐতিহাসিক “ডোকরা” শিল্পকে জনপ্রিয় করে তুলতে সাধারণ মানুষের মধ্যে এই শিল্পের ঐতিহ্য তুলে ধরাই তাঁদের মূল উদ্দেশ্য।

এছাড়াও নিলয়বাবু জানান, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিল্পী গৌরাঙ্গ কুইলা এই মন্ডপ সাজাবার দায়িত্বে আছেন। আগামীকাল ২২ অক্টোবর বাংলা তথা হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী পাওলি দাম মণ্ডপের উদ্বোধন করে এবারের শ্যামাপূজার শুভ সূচনা করবেন।

Related posts

Leave a Comment