বিশেষ সংবাদদাতা, ক্যানিং: আবারও গুলির শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। এবার গুলি কান্ড ক্যানিংয়ে। বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে গুলিবিদ্ধ হল এক মহিলা। গুলিবিদ্ধ মহিলার নাম ময়না ঢালি। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা তিনি। এই ঘটনায় শাসক দলের এক স্থানীয় কর্মীকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত তৃণমূল কর্মীর ভোলা প্রসাদ। বচসার জেরেই মহিলাকে গুলি দাবি প্রতিবেশীদের। হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ ওই মহিলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , দীর্ঘদিন ধরে এই মহিলার সঙ্গে সম্পর্ক ছিল ধৃতের।
বৃহস্পতিবার গভীর রাতে তাদের মধ্যে বচসা শুরু হয় আর সেই বচসার জেরেই ভোলা প্রসাদ নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ময়নাকে গুলি করে । অভিযুক্ত ভোলা প্রসাদের বাড়ি ক্যানিংয়ের মিঠাখালি এলাকায়। এলাকায় স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ভোলা। দীর্ঘদিন ধরে ময়নার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ভোলার। সম্প্রতি তাদের মধ্যে অশান্তি শুরু হয় বলে খবর। এদিন রাতে তা চরম আকার নেয়। কথা কাটাকাটির সময়ই আচমকা প্রেমিকা ময়নাকে লক্ষ্য করে গুলি চালান ভোলা। গুলিতে আহত হয় ওই মহিলা। জানা যাচ্ছে তার পেটে গুলি লেগেছে। রক্তাক্ত অবস্থায় প্রথমে নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করা হয় কলকাতায় ।
previous post
next post