April 9, 2025
রাজ্য

বিনিয়োগকারীরা এজেন্সির মারফত সমস্যায় পড়ছেন: মমতা

সংবাদ কলকাতা: সোমবার ফের কেন্দ্রীয় এজেন্সী নিয়ে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিনিয়োগকারীরা এজেন্সির মারফত সমস্যায় পড়ছেন। এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা ছড়িয়েছে।

জানা গিয়েছে, আজ কলকাতায় রিয়েল এস্টেট কনভেনশন ২০২৩-এর অনুষ্ঠানে যোগদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ভার্চুয়ালভাবে পুরুলিয়া সিমেন্ট কারখানার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ডানকুনি থেকে হলদিয়ায় বেশ কিছু করিডোর তৈরি হচ্ছে। সরকারি জমি রয়েছে। আপনারা সেটা ব্যবহার করতে পারেন। রিয়েল এস্টেট ব্যবসায় আমাদের রাজ্য ভালো এগোচ্ছে।

দিল্লি-মুম্বাইয়ের থেকে এখানে রিয়াল এস্টেটের মূল্য বেড়েছে বেশি। অনেকে রটাচ্ছে যে, পশ্চিমবঙ্গে শুধু সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। কোনও দিক থেকে উন্নয়ন নেই। সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা কেন্দ্রীয় সরকারের থেকে পুরস্কারও পেয়েছি। ডুইং বিজনেস। চা ব্যবসা নিয়ে খুব ভালো পর্যটন কেন্দ্র হচ্ছে। বেশ কিছু মানুষের চাকরি হচ্ছে রিয়েল এস্টেটে। আমাদের ল্যান্ড ব্যাংকে জমি রয়েছে। লজিস্টিক হাব সহ বেশ কিছু বিষয়ে বিনিয়োগকারীরা ব্যবহার করতে পারেন। পরিযায়ী শ্রমিকদের জন্য ভাবতে হবে। আমরা ডেটা ব্যাংক দিয়ে দেব। তাঁরা বিভিন্ন কাজে দক্ষ। আপনারা তাঁদের কাজে লাগাতে পারেন। অনেকে আছেন সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন। কিন্তু ফ্ল্যাট ডেলিভারি দিচ্ছেন না। তাঁদের ব্ল্যাক লিস্টেড করতে হবে।

এরপরই তিনি কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করে কার্যত কেন্দ্রকে খোঁচা দেন। বলেন, অনেক বিনিয়োগকারীরা এজেন্সির মারফত সমস্যায় পড়ছেন। আমার পরিবারকেও বিভিন্নভাবে হেনস্থা করছে এজেন্সি। এটা সম্পূর্ণ রাজনৈতিক বিষয়বস্তু। ক্ষুদ্র শিল্পে আমরা এক নম্বর। আমি স্পেনে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার থেকে পারমিশনটা অনেক লেটে পেয়েছি। ‘অন্যের পয়সায় এক কাপ চাও খাইনি। তবুও ইডি-সিবিআই আসছে।’ ফের কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী। ক্রেডাই-এর অনুষ্ঠানে এজেন্সি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তিনি।

তবে রাজ্য বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করা হয়, মুখ্যমন্ত্রী রাজ্য সরকার ও তৃণমূলের দুর্নীতি থেকে মানুষের নজর ঘোরাতেই এই কথা বলছেন।

Related posts

Leave a Comment