সংবাদ কলকাতা: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল উলুবেড়িয়া লাইব্রেরি সহ ৪০টি দোকান। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে হাওড়া উলুবেড়িয়ার লকগেট বাজার এলাকায় আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলকে। তড়িঘড়ি দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন লাইব্রেরি এবং ওই এলাকার ৪০টি দোকান।
প্রসঙ্গত ১২১ বছরের পুরনো ব্রিটিশ আমলের উলুবেড়িয়া ইনস্টিটিউট অ্যান্ড লাইব্রেরির সমস্ত বই, আসবাব ও মূল্যবান নথিপত্র আগুনে ভস্মীভূত হয়ে যায়। পুড়ে যায় লাইব্রেরির জানালা, দরজা। প্রথমে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা আগুন নেভানোর কাজ হাত লাগান। তাঁরা আগুনের ভয়াবহতা দেখে আশেপাশের দোকান থেকেও মালপত্র সরানোর কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী। আগুনে নেভাতে তৎপর হয় দমকলের চারটি ইঞ্জিন। যদিও ততক্ষণে ওই লাইব্রেরি ভস্মীভূত হয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস। তিনি জানান, এটি দুর্ঘটনা নয়, আগুনের চরিত্র দেখে মনে হচ্ছে, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়েছে। পুলিসকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের চিহ্নিত ও বিচারের দাবি জানিয়েছি।
তিনি আরও বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি। তাঁদের ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানাব।