April 6, 2025
রাজ্য

বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে মনোজ টিগ্গা

সংবাদ কলকাতা: বুধবার বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রচেষ্টাতে জল ঢেলে দিলেন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। মনোজ টিগ্গা আজ বক্তব্য রাখতে গিয়ে সভা পরিচালনার কাজে স্পিকার যেভাবে বিরোধীদের সুযোগ দিয়েছেন, তার ভূয়সী প্রশংসা করেন। এই ঘটনা আদি ও নব্য বিজেপির সংঘাত বলে মনে করছেন অনেকে।

জানা গিয়েছে, মঙ্গলবার গঙ্গার ভাঙন নিয়ে কেন্দ্রের সাহায্যের জন্য শাসক বিরোধী টিম দিল্লি যাওয়ার বিষয়টিকে প্রসংশা করেছিলেন মনোজ টিগ্গা। যে টিমে সাত জন শাসক ও পাঁচজন বিরোধী নেতা থাকবেন। কিন্তু বাধ সাধলেন বিরোধী দলনেতা। তিনি বলেন, শাসক ও বিরোধী নেতারা এক সাথে দিল্লি যাবেন না। যা নিয়ে একটা চাপা ক্ষোভ কাজ করছে বিরোধী শিবিরে। এমনই মনে করছেন রাজনৈতিক মহল। এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ।

Related posts

Leave a Comment