27 C
Kolkata
November 1, 2025
Featured রাজ্য

বিথারি বকুলতলা মোড়ে চালু হল ‘সংবাদ কলকাতা’র একটি আঞ্চলিক কার্যালয়

নিজস্ব প্রতিবেদন: সংবাদ কলকাতার সকল শুভানুধ্যায়ী ও অনুরাগীদের জানাই আসন্ন নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে একটি শুভ সংবাদ জানাই, উত্তর ২৪ পরগনার বিথারি-হাকিমপুর গ্রামপঞ্চায়েত স্বরূপনগর থানার একটি ইতিহাস সমৃদ্ধ এলাকা। রানী রাসমণির সেজ জামাই মথুরমোহনের পৈতৃক ভিটা এই বিথারিতেই অবস্থিত। ভক্ত যবন হরি দাস এই অঞ্চলের সীমান্তবর্তী গ্রাম হাকিমপুরেই পালিত হয়েছিলেন। কোরানের বাংলা অনুবাদকারী মাওলানা আকলাম খাঁ-র বাড়ি এই গ্রাম পঞ্চায়েতের হাকিমপুরেই অবস্থিত। সেই বিথারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারি বকুলতলা মোড়ের সিংহ মার্কেট ২-তে সংবাদ কলকাতার একটি আঞ্চলিক কার্যালয় চালু করা হয়েছে। মূলত স্বরূপনগরের নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। পশ্চিমবঙ্গের যেকোনো প্রান্ত থেকে খবর সংগ্রহের জন্য আমাদের সব সময়ের যোগাযোগ নাম্বার: ৭৯৮০৮০৮৩৮৩

Related posts

Leave a Comment