37 C
Kolkata
April 6, 2025
কলকাতা রাজ্য

বিজেপি বিধায়ক ও শিল্পী অসীম সরকারের বিরুদ্ধে হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ

বনগাঁ, ১২ সেপ্টেম্বর: সামনেই পঞ্চায়েত ভোট। সেই ভোটকে সামনে রেখে গণমুখী আন্দোলনে জোর দিচ্ছে রাজ্য বিজেপি। রাজনৈতিক মহলের ধারণা, সেই পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে আগামীকাল গেরুয়া বাহিনীর নবান্ন অভিযান। এভাবেই সুকান্ত মজুমদারের নেতৃত্বে তৃণমূল বিরোধী আন্দোলনে শান দিচ্ছে বিজেপি। কিন্তু, সেই অভিযানের আগের দিন দলের হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের এক বিস্ফোরক মন্তব্যে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি পঞ্চায়েত ভোটের আগে দলের কর্মীদের বাড়িতে লঙ্কার গুঁড়ো মজুত রাখার দাওয়াই দিয়েছেন। নবান্ন অভিযানের আগের দিন তাঁর এই মন্তব্য নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে। এর আগে তিনি বলেছিলেন, ‘ওরা একটা বোমা মারলে ১০টা বোমা মারার ক্ষমতা আছে।’
উল্লেখ্য, সোমবার ঘটনাটি ঘটেছে বনগাঁর গোপালনগর বাজারের একটি রাজনৈতিক সভায়। এদিন এখানে নবান্ন অভিযানের সমর্থনে সভাটির আয়োজন করে বিজেপি। সেখানে কবিগানের বিখ্যাত শিল্পী ও দলের বিধায়ক অসীম সরকার বক্তৃতা দেওয়ার সময় একথা বলেন। তিনি বলেন, ‘বাড়িতে ৫ কেজি লঙ্কার গুঁড়ো মজুত করে রাখবেন। পঞ্চায়েত ভোটে কেউ ভোট লুঠ করতে এলে চোখে ছিটিয়ে দেবেন।’ একজন খ্যাতনামা শিল্পীর এই মন্তব্যে হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছেন শাসক শিবির।

Related posts

Leave a Comment