19 C
Kolkata
December 26, 2024
রাজ্য

বিজেপি বিধায়ক মালতি রাভার উপর তৃণমূলের আক্রমণ, প্রতিবাদে ঘেরাও

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: বিজেপি বিধায়ক মালতি রাভা রায়ের গাড়ির উপর তৃণমূলের আক্রমণের প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। বুধবার তুফানগঞ্জ বিধানসভার বিজেপি ১নং মন্ডলের পক্ষ থেকে এই থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। প্রসঙ্গত মঙ্গলবার সন্ধ্যায় তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের মহিষকুচি ১ গ্রাম পঞ্চায়েতের মহিষকুচি বাজার এলাকায় বিজেপির ৪ নং মন্ডলের পক্ষ থেকে বুথ স্বশক্তিকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই কর্মসূচি সেরে ফেরার পথে ১০০ দিনের কাজের টাকার দাবিতে বিজেপি বিধায়ক মালতি রাভা রায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। ঘটনায় উত্তেজনা ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বক্সিরহাট থানার পুলিশ। এর পরেই বিজেপি বিধায়ক মালতি রাভা রায় বক্সিরহাট থানায় ১১ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাই দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ এই থানা ঘেরাও কর্মসূচি করা হয়।

Related posts

Leave a Comment