সংবাদ কলকাতা: সামনেই লোকসভা ভোট, যা আর ১ মাস বাকি নেই। একাধিক রাজনেতিক দল জোরকদমে নেমে পড়েছে ভোট প্রচারে। কিন্তু বিজেপি সব আসনে এখনো প্রার্থী বাছাই করতে পারেনি। তা নিয়ে তাদের এখনও নাজেহাল পরিস্থিতি। পরিপূর্ন প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি বিজেপি। বরং দফায় দফায় পিছিয়ে যাচ্ছে দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক। বিজেপি সূত্রে খবর, সম্ভবত ২২ মার্চ শুক্রবার, সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক করবে বিজেপি। আর তার দু একদিনের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে প্রার্থী তালিকা ঘোষণা করার সম্ভবনা রয়েছে। গেরুয়া শিবিরের অন্দরের খবর, জোট-জটিলতার জেরেই প্রার্থী তালিকা প্রকাশ করতে হিমশিম খাচ্ছে বিজেপি। এর পাশাপাশি
রায়গঞ্জ, দার্জিলিং,জলপাইগুড়ির মতো বাংলার একাধিক আসনেও ‘যোগ্য’ প্রার্থী খুঁজে পেতে নাজেহাল হয়েছে গেরুয়া শিবির। উল্লেখ্য,প্রথম দফায় ১৯৫টি এবং দ্বিতীয় দফায় ৭২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।
previous post
next post