April 7, 2025
রাজ্য

বিজেপি নেতার বাড়িতে আগুন, অভিযোগের তীর তৃণমূলের দিকে

সংবাদ কলকাতা: গভীর রাতে শ্রীরামপুরের বিজেপি নেতা প্রবীর বৈদ্যের বাড়িতে দাউ দাউ করে জ্বলে উঠে আগুন। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে।বিজেপি নেতা প্রবীর বৈদ্য অভিযোগ করেন, রাত ১২টার পর সবাই যখন ঘুমোতে যায়, তখন তৃণমূলের নেতারা আমার বাড়িতে আগুন লাগিয়ে দ্বিতীয় বগটুই ঘটাতে চেয়েছিল। স্থানীয় আর এক বিজেপি নেতা জানান, পঞ্চায়েত ভোটের আগে এভাবেই তৃণমূল ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে।

ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় শ্রীরামপুর থানার পুলিশ। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আয়ত্ত্বে আসে আগুন। আগুনে ভস্মীভূত হয়েছে বাড়িটির একটি অংশ। তবে সঙ্গে সঙ্গে জানতে পারায় কোনও হতাহতের খবর নেই।

Related posts

Leave a Comment