কোচবিহার, ৯ আগস্ট: বিজেপি নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের বড় শাকদল গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা অনিমেষ বর্মনের বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার রাত আনুমানিক দেড়টা নাগাদ তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। অনিমেষ বর্মনের অভিযোগ, সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। তিনি আরও বলেন, যারা হামলা চালিয়েছেন তারা সকলেই তৃণমূল কংগ্রেসের হার্মাদ বাহিনী। তাকে খুন করার জন্য এই হামলা চালানো হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। অনিমেষ বাবুর মা বুলবুলি বর্মন বলেন,’ অতর্কিত এই আক্রমণ হয়। বাড়ির ভিতরে ঢুকে দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।