আলিপুরদুয়ার: বিজেপির সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের। শুক্রবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশায় বিক্ষোভ দেখানো হয়। কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার ওরাও এর বাড়ির সামনে লায়ন্স ক্লাব-এর ময়দানে এমনই চিত্র দেখা গেল। জানা যায়, এই বিক্ষোভ কর্মসূচি বিজেপির সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে ১০ দিন ধরে চলবে।
চা শ্রমিকদের পিএফ-এর টাকা না পাওয়ার প্রতিবাদ, চা বাগানে শিশুদের টি বোর্ড থেকে প্রাপ্য স্টাইপেন্ড-এর টাকা না মেলার প্রতিবাদ, বিজেপি সরকারের কেন্দ্রীয় অর্থমন্ত্রী চা শ্রমিকদের জন্য ১০০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করার পরেও কোনও টাকা না দেওয়ার প্রতিবাদ, সমস্ত চা বাগান শ্রমিকদের পিএফ একাউন্টের সাথে আধার লিঙ্ক না হওয়ার প্রতিবাদ, এই সমস্ত দাবি নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের অবস্থান বিক্ষোভ করতে দেখা যায়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক, আইএনটিটিইউসি-র জেলা সভাপতি বিনোদ মিন্স, সহ-সভাপতি শ্রীহরি নার্জিনারি, জয় শঙ্কর দাস, পিনাক তালুকদার, সুবল চন্দ্র দাস, সহ অন্যান্যরা।
previous post