তুফানগঞ্জ, ২২ আগস্ট: তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের ২০৪ নম্বর বুথে রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা পুড়িয়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ওই অঞ্চলে ২০৪ নং বুথ সহ মোট ১১ টি আসনে জয়লাভ করে বিজেপি। ২০৪ নং বুথের জয়ী বিজেপি প্রার্থী লিপিকা সরকারের অভিযোগ নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল এর দুস্কৃতিরা। গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির দলীয় পতাকা ছিড়ে পুড়িয়ে ফেলে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।