পূর্ব মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারী: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার রামনগর বিধানসভা কেন্দ্রে ফের বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গত ১০ই ফেব্রুয়ারী পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার বালকবাড় বাজার এলাকায় বিজেপির দলীয় পতাকা লাগানো হয়েছিল। ১৫ই ফেব্রুয়ারী তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির কিছু দলীয় পতাকাগুলি ছিঁড়ে খালে ফেলে দেয় এবং কিছু পতাকা পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির।
সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে এহেন ঘটনা এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরী করতে পারে বলে অভিযোগ বিজেপির। ১৭ ফেব্রুয়ারী বিজেপির পক্ষ থেকে রামনগর থানায় লিখিত অভিযোগ জানানো হয়। দ্রুত ঘটনার তদন্ত করে দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তোলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার কিষান মোর্চার সভাপতি রতন আচার্য্য। তিনি বলেন, এই রাজ্যে শাসক দলের লাগাম হীন সন্ত্রাসের ফলে একটি ভয়ের বাতাবরণ তৈরী হয়েছে। সাধারণ মানুষ এই রাজ্যে নিরাপদ নয়। স্বাধীন ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। রাজ্যের সাধারণ মানুষ আর কতদিন সুরক্ষিত থাকবে সেবিষয়ে সংশয় প্রকাশ করেন কিষান মোর্চার জেলা সভাপতি।
previous post
