29 C
Kolkata
August 2, 2025
রাজ্য

বিজেপিতেই যোগ দিচ্ছেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং

সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী কাল, শুক্রবার ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং বিজেপিতে যোগ দিচ্ছেন। তৃণমূলের তরফে আসন্ন লোকসভা ভোটে টিকিট না দেওয়ার কারণে তিনি প্রচন্ড রেগে যান। কারণ তিনি এবিষয়ে প্রচন্ড আশাবাদী ছিল তাঁর দল থেকে কিন্তু স্বপ্ন বৃথা হওয়ার কারণে তৃণমূল ছাড়ার আভাস দেন তিনি। তারপর অর্জুন এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিজেপিতেই ফিরছেন। তিনি জানিয়েছেন তাঁকে বিজেপির তরফে প্রার্থীপদ দেওয়া হলে বড় মার পুজো দিয়ে প্রচার শুরু করবেন, আর সেই সাথে দিল্লিতে গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করবেন, তবে এই সঙ্গে জল্পনা তুঙ্গে তুলে দিয়ে তিনি জানিয়েছেন, তিনি শুধু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন তাই নয়। এই সাথে বিজেপিতে যোগ দেবেন আরও এক হেভিওয়েট তৃণমূল নেতা।

Related posts

Leave a Comment