সংবাদ কলকাতা: এরাজ্যে সরকারি কাজে কাটমানি বিতর্ক নতুন করে উস্কে দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। রবিবার হুগলির মশাটে এক জনসভায় হাজির হন বিজেপি নেতা মিঠুন। সেখানে ভাষণ দেওয়ার সময় কাটমানি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। মিঠুন হুঙ্কার ছাড়েন ‘কাটমানির বিরুদ্ধে বাঘ হয়ে রুখে দাঁড়াব’।
তিনি আরও বলেন, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জিতলে তিনি দায়িত্ব নিয়ে প্রতিটি কাঁচা বাড়ি পাকা করার ব্যবস্থা করবেন। বলেন, ‘কেন্দ্র যে টাকা দেয় তার থেকেও এরা কাটমানি খায়। এরা ঘর কী বাথরুমও তুলে নিয়ে যাচ্ছে। একবার বিজেপিকে বিশ্বাস করে ভোট দিন। আর সেটা হবে না। বাঘের মতো দাঁড়িয়ে থাকব।’
এদিন মিঠুন চক্রবর্তীর সভায় কৌতূহলী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মঞ্চে বক্তৃতা দেওয়ার আগে প্রথমে তিনি মানুষের অভাব অভিযোগে কথা শোনেন। এরপর রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানান। রাজ্যের চলতি সমস্যার সমাধানের জন্য বিজেপিকে ভোট দেওয়ার আহবান জানান মিঠুন। দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ‘হিন্দু – মুসলমান যে ধর্মের মানুষই হোন না কেন, পঞ্চায়েত ভোটে বিজেপি-কে নিয়ে আসুন। যাঁদের কাঁচা বাড়ি আছে, তাঁদের পাকা বাড়ি করে দেখাব। এই দাদা কথা দিচ্ছে। একবার বিজেপিকে সুযোগ দিন।’