29 C
Kolkata
August 2, 2025
দেশ

বিচার ব্যবস্থাকে স্বচ্ছ ও গতিশীল করতে আজ সুপ্রিম কোর্টে চালু আরটিআই পোর্টাল

সুভাষ পাল, ২৪ নভেম্বর: আজ, বৃহস্পতিবার চালু হল সুপ্রিম কোর্টের আরটিআই পোর্টাল। তথ্যের অধিকার আইনকে গুরুত্ব দিয়েই এই পোর্টাল চালু করা হয়েছে। যাতে মামলাকারীরা তাদের মামলার সমস্ত তথ্য অনলাইনে পেতে পারেন। এরপর ধাপে ধাপে একের পর প্রতিটি রাজ্যের হাইকোর্টগুলিতেও আলাদা আলাদা পোর্টাল চালু হবে। আজ সকালে প্রধান বিচারপতি বলেন, ‘‘সুপ্রিম কোর্টের আরটিআই পোর্টাল আজ থেকেই চালু হল।’’

প্রসঙ্গত উল্লেখ্য, বিচারপ্রক্রিয়াকে স্বচ্ছ এবং গতিশীল করতে অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করছে দেশের শীর্ষ আদালত। সেজন্য এবছরের ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট একটি মামলার শুনানির ‘লাইভ স্ট্রিমিং’ চালু করে। প্রাক্তন প্রধান বিচারপতি ইউইউ ললিতের উদ্যোগেই এই লাইভ স্ট্রিমিং করা হয়। সেই লাইভ স্ট্রিমিংয়ের পর এবার চালু হল শীর্ষ আদালতের ‘আরটিআই পোর্টাল’। তথ্যের অধিকার আইনকে মান্যতা দিয়েই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।

সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছিলেন, বিচারপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং গতিশীল করতে তথ্যের অধিকার আইনকে গুরুত্ব দিতে হবে। সেজন্য একটি অনলাইন পোর্টাল চালু করা হবে।

এব্যাপারে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়। সেখানে তথ্যের অধিকার আইনে হাই কোর্টগুলিতে দায়ের হওয়া মামলা সম্পর্কে জানার জন্য পোর্টাল চালুর দাবি জানানো হয়। সেই মামলার শুনানি হয় গত ১৫ নভেম্বর। শুনানির সময় প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেছিলেন, ‘‘সুপ্রিম কোর্টে আগে এরকম পোর্টাল চালু করতে হবে। পরের ধাপে হাই কোর্টগুলিকেও এই ধরনের পোর্টাল চালু করার কথা বলা যেতে পারে।’’ প্রধান বিচারপতির সেই বক্তব্যের পর থেকেই শুরু হয়েছিল দেশের শীর্ষ আদালতে আরটিআই পোর্টাল চালুর উদ্যোগ।

Related posts

Leave a Comment