নতুন দিল্লি, ১৩ জানুয়ারি: বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসের সামনে বিক্ষোভের ঘটনায় পদক্ষেপ করল বার কাউন্সিল। কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশের বিক্ষোভের তদন্তে গঠন করা হল তিন জন আইনজীবীর একটি কমিটি। ‘বার কাউন্সিল অফ ইন্ডিয়া’ এই ঘটনাটি খতিয়ে দেখতে এই তিন সদস্যের প্রতিনিধি দলকে কলকাতা হাইকোর্টে পাঠাচ্ছে। জানা গিয়েছে, তাঁরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলবেন। খতিয়ে দেখবেন ঘটনার সিসিটিভি ফুটেজও। এবিষয়ে রেজিস্ট্রার জেনারেলকে চিঠিও দেওয়া হয়েছে।
এই তিন সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন আইনজীবী রবীন্দ্র কুমার রাইজদা। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এছাড়া রয়েছেন বন্দনা কৌর গ্রোভার ও অশোক মেহতা। বন্দনা কৌর দিল্লি হাইকোর্টের বার এসোসিয়েশনের কর্মসমিতির সদস্যা। অন্যদিকে অশোক মেহতা হলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি। এই তিন সদস্যের প্রতিনিধি দল আগামীকাল শুক্রবার কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে। তাঁরা আগামী ১৭ ই জানুয়ারি বুধবার তদন্ত রিপোর্ট পেশ করবেন।
বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে বারের প্রতিনিধিরা বলেন, ‘‘যেভাবে এক জন বিচারপতির বিরোধিতা করতে গিয়ে পুরো বিচারপ্রক্রিয়াকে ভেঙে তছনছ করা হয়েছে, তা অন্তত আইনজীবীদের শোভা পায় না।’’
উল্লেখ্য, গত সোমবার কলকাতা হাইকোর্টের একাংশ বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে বিক্ষোভ দেখান। পাশাপাশি তাঁরা রাজা শেখর মান্থার এজলাস বয়কটের ডাক দেন। যার ফলে বহু মামলার শুনানি থমকে যায়। বিক্ষোভকারীরা এজলাসের সামনে বেনামি পোস্টারও মারতে শুরু করেন। গতকাল বৃহস্পতিবার ভারতীয় বার কাউন্সিল সাংবাদিক বৈঠক করে এবিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এবং ঘটনার তদন্তের জন্য তিন আইনজীবীর তদন্তকারি দল গঠন করা হয়েছে।
এদিকে এই বিক্ষোভের ঘটনায় বিচারপতি মান্থা স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারি করেন। এবার বার কাউন্সিলের কেন্দ্রীয় প্রতিনিধিরা জানালেন, বিষয়টি খতিয়ে দেখার পর বিক্ষোভকারীদের নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। মননকুমার বলেন, ‘‘বার এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পছন্দ করে না। তাই দিল্লি থেকে তিন সদস্যের একটি কমিটি যাবে। তাঁরাই বারের অন্যান্য সদস্য, বারের নেতাদের সঙ্গে কথা বলবেন। এমনকি, কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গেও কথা বলবেন।’’
previous post
next post