রাজ্য পুলিশের গাড়ির চালকদের জন্য সুখবর। তাঁদের জন্য পদন্নতির ব্যবস্থা হতে চলেছে। গত বৃহস্পতিবার,এই সংক্রান্ত এই নির্দেশিকা জারি করা হয়েছে। আগে তাদের জন্য কোনো পদন্নতির ব্যবস্থা ছিলনা কিন্তু এবার তাঁরা অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টর (এএসআই) হতে পারবেন। চালকদের জন্য এই পদন্নতির প্রস্তাবটি প্রথম রাজ্য পুলিসের ওয়েলফেয়ার কমিটির তরফে পাঠানো হয়েছিল পুলিস ডিরেক্টরেটে। তারপর সেই প্রস্তাবটি নবান্নে যায় ভবানীভবন থেকে। প্রশাসনিক স্তর থেকে তাঁদের জন্য সুখবর আসে। এই নির্দেশিকার জন্য ৪৩০ জন পদোন্নতির ফলে এএসআই হচ্ছেন। সেইসঙ্গে বেতন ও বাড়ছে তাঁদের
previous post