23 C
Kolkata
December 26, 2024
রাজ্য

বিখ্যাত গর্গেশ্বর শিব মন্দির দর্শন করে বাবার আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

নির্বাচনী প্রচারের ফাঁকে বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গলসী অঞ্চলের প্রায় ৮০০ বছরের প্রাচীন বিখ্যাত গর্গেশ্বর শিব মন্দির দর্শন করে বাবার আশীর্বাদ নিলেন৷ সাধারণত শিব লিঙ্গ ঊর্ধ্বগামী হয় কিন্ত্ত এখানে এটি অধোগামী অর্থাৎ বাবার মুখ নিচের দিকে৷ বহু মানুষ এখানে পূজা দেন, তারা মানত করে যান৷ দিলীপ বাবু বলেন, আমরাও বাবার কাছে প্রণাম জানিয়ে লড়াই করার শক্তি চাইলাম৷ এদিন সকালে বর্ধমানে লাকুড্ডি জলকল মাঠে প্রাতঃভ্রমণের মাধ্যমে বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তার কর্মসূচি শুরু করেন৷ সকালে প্রাতঃভ্রমণের পর চা চক্রে সাংবাদিকদর মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী নামাজ পড়ে মুসলিম ভাইদের বলছেন ‘দাঙ্গা বাঁধাবেন না৷’ কেন? মুসলিমরা কি দাঙ্গাবাজ? উনি বারবার কেন এই কথা বলেন? আমরাও তো গেছিলাম ওদের অনুষ্ঠানে৷ কই আমরা তো দাঙ্গার কথা বলিনি৷ আমরা সম্প্রীতির কথা বলেছি৷ পরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমানে সর্বমঙ্গলা পাড়ার কাছে গড়গড়া ঘাটে গুরুদুয়ারা পরিদর্শন করেন এবং শিখগুরুর আশীর্বাদ নেন৷ এদিকে আগের দিন প্রচারে বের হয়ে তার হাতে লাঠি ছিল৷ এবার তার হাতে দেখা যায় ত্রিশূল৷ তা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি৷

Related posts

Leave a Comment